বুড়িচং মডেল একাডেমীর একটি ডাইনামিক ওয়েবসাইট চালু করা হয়েছে যা অত্যন্ত যুগোপযোগী ও বাস্তবধর্মী। এ ওয়েবসাইট চালু করার ফলে তথ্য-প্রযুক্তির যুগের সাথে তাল মিলানো ও ডিজিটাল বাংলাদেশ গড়া সহজতর হবে এবং যে কেউ প্রতিষ্ঠানের তথ্যসমূহ সহজে অবগত হতে পারবে। তাই এ ওয়েব সাইট চালু করতে পেরে আমি খুবই আনন্দিত এবং যারা এ ওয়েব সাইট চালু করতে সার্বিক সহযোগিতা করেছেন তাদের জানাই কৃতজ্ঞতা।
বুড়িচং মডেল একাডেমী বুড়িচং উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত অন্যতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি একটি সুন্দর, মনোরম, নিরিবিলি, শান্ত পরিবেশে প্রতিষ্ঠিত। এখানাকার প্রকৃতি ও পরিবেশ আমাদের একান্ত আপন। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনাম ও কৃতিত্বের সাথে পরিচালিত হয়ে আসছে। ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি এবং পরীক্ষায় ভাল ফলাফলের জন্য প্রতিষ্ঠানটি বহুবার জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ট প্রতিষ্ঠানের সুনাম অর্জন করেছে।
প্রতিষ্ঠালগ্ন থেকে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা বুড়িচং মডেল ট্রাস্ট ৭৫ শতাংশ ভূমি, স্থায়ী ও চলতি তহবিলে পর্যাপ্ত অর্থ, বই, চেয়ার, ব্র্যান্ড, টেবিল, ফ্যান ও কম্পিউটার প্রদান করে প্রতিষ্ঠানের অগ্রগতিকে তরান্বিত করেন। প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতি জনাব মো: ফরিদ উদ্দিন মহোদয়ের প্রত্যক্ষ দিকনির্দেশনায় এবং প্রতিষ্ঠানের নিষ্ঠাবান শিক্ষকদের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি অধিকতর সুষ্ঠু ও সুশৃংখলভাবে পরিচালিত হচ্ছে। তথ্য-প্রযুক্তির যুগে প্রবেশ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রতিষ্ঠানের একটি ডাইনামিক ওয়েবসাইট চালু, ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে।
ভাল ফলাফলের নিশ্চয়তা বিধানের প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আরও সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনায় আমি বদ্ধপরিকর। আশা করছি প্রতিষ্ঠানটি অত্র এলাকায় একটি মডেল প্রতিষ্ঠানে পরিনত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হউন- আমিন।
শুভেচ্ছান্তে-
প্রধান শিক্ষক
মোঃ কবির হোসেন
মোবাইলঃ ০১৮১৭-৫৩৬৯৪৫