নোটিশ :
সরকারি নির্দেশনা মোতাবেক স্কুলের শ্রেণি কার্যক্রম আগামী ২৬/০৬/২০২৪ ইং হতে পূর্বের সময়সূচী অনুযায়ী চলবে। বুড়িচং মডেল একাডেমীর সকল শিক্ষার্থী এবং পরিবারের সকল সদস্যদের জরুরী ভিত্তিতে জন্ম নিবন্ধন নিশ্চিত করার জন্য নির্দেশ দেয়া হলো বুড়িচং মডেল একাডেমী ভর্তি লটারী-২০২৪ এর ফলাফল নোটিশ মেন্যুতে দেখুন ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার’ নির্বাচন ও অ্যাওয়ার্ড প্রদান-২০২৩ এর আবেদন দাখিলের সময় ১৫ নভেম্বর ২০২৩ ইং পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এসএসসি নির্বাচনী পরীক্ষা-২০২৩ ইং এর রুটিন নোটিশ মেন্যু থেকে ডাউনলোড করুন। আখেরি চাহার সোম্বা এবং প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি উপলক্ষ্যে আগামী ১৩ এবং ১৪ই সেপ্টেম্বর প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বুড়িচং মডেল একাডেমী প্রাথমিক শাখার ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল (নোটিশ মেন্যু হতে ডাউনলোড করুন) মডেল টেস্ট (বার্ষিক)-২০২৩ইং এর ১০/০৯/২০২৩ইং রোববার সকাল বেলার পরীক্ষা ১০টার পরিবর্তে সকাল ০৯ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। পুনঃনিরীক্ষণের মাধ্যমে বুড়িচং মডেল একাডেমীর এসএসসি 2023 এর ফলাফলে শতভাগ পাশ। A+পেয়েছে ০৮জন, A পেয়েছে -২৮জন, A-পেয়েছে -৩৫ জন, পাশের হার -১০০% দৈনিক ক্লাস রুটিন ২০২৩
সভাপতি মহোদয়ের বাণী

বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে প্রবেশ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বুড়িচং মডেল একাডেমী কর্তৃক একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরির এই উদ্যোগটি প্রশংসনীয় সন্দেহ নেই। সরকারের এই সিদ্ধান্ত এবং প্রতিষ্ঠানের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি এই ওয়েবসাইট চালু করার ফলে যে কেউ প্রতিষ্ঠানের যে কোন তথ্য সম্পর্কে খুব সহজে অবগত হতে পারবে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবরূপ দান করতে সহায়ক ভূমিকা পালন করবে।

 

আমি বিশ্বাস করি শিক্ষাই আলো, শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি, শিক্ষাই জীবন। যে কোন দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে সে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। যে জাতি যত বেশী শিক্ষিত, সে জাতি-সে দেশ  তত বেশী উন্নত। তাই উন্নত জাতি ও দেশ গঠনে সুশিক্ষিত নাগরিক তৈরি করা আবশ্যক।

 

বুড়িচং উপজেলা  অত্যন্ত সম্ভাবনাময় একটি উপজেলা হওয়া সত্ত্বেও নারী শিক্ষায় পিছিয়ে ছিল দীর্ঘদিন। সময়ের বিবর্তনে বর্তমান শিক্ষা ক্ষেত্রে এসেছে বিরাট পরিবর্তন। আর সে পরিবর্তনের ধারায় বুড়িচং মডেল ট্রাস্ট এর উদ্যোগে ও কিছু সংখ্যক শিক্ষা সচেতন ব্যক্তির উৎসাহ ও নিরলস প্রচেষ্টায় স্থানীয় এলাকাবাসীর আশা আকাঙ্ক্ষার প্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয়েছে “বুড়িচং মডেল একাডেমী” বিদ্যালয়টি।

 

এ প্রতিষ্ঠানের প্রতি স্থানীয় সুধিজনের মনোভাব অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং এলাকার বিশিষ্ট ও মহৎপ্রাণ ব্যক্তিবর্গ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, যারা এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় উৎসাহ যুগিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। এ প্রতিষ্ঠান কোমলমতি  শিক্ষার্থীদের সুশিক্ষা ও উন্নত নৈতিক চরিত্র গঠনের নিশ্চয়তা বিধানে দৃঢ় প্রতিজ্ঞ। বিগত বছরে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিষ্ঠাবান শিক্ষক এবং সুদক্ষ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি বোর্ড পরীক্ষায় খুবই ভাল ফলাফল করতে সক্ষম  হয়েছে। আশা করছি সকলের উৎসাহ ও সহযোগিতায়  প্রতিষ্ঠানটি অত্র এলাকার উচ্চ শিক্ষার প্রাণ কেন্দ্রে পরিনত হবে।

 

শুভেচ্ছান্তে

ইঞ্জিনিয়ার মো: ফরিদ উদ্দিন

সভাপতি

মোবাইল: